ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাসুমা বেগম। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠিতে নিজ বাড়িতে তিনি এ অভিযোগ করেন।
ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মাসুমা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে, আমরা তাদের বিচার চাই।” খবর পেয়েই তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায়। তিনি মৃত শরীফ মাওলানা আব্দুল হাদির ছেলে।এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন। এটা ফ্যাসিস্টদের চক্রান্ত বলে মনে করছেন তারা।
এদিকে হাদির ওপর হামলার ঘটনায় শুক্রবার বিকেল ৪টায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা জানান, ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
জাতীয় নাগরিক পার্টির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বিকাল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করা হবে। জনগণের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচি সমাপ্ত করা হয়েছে।




Comments