Image description

রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ইউক্রেনের কয়েক ডজন ড্রোন হামলার পর রবিবার মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে তিনটি বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ফলে মস্কোর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর 'ভনুকোভো'সহ বেশ কিছু বিমানবন্দরে অসংখ্য ফ্লাইটের সূচি বিপর্যয় ও বিলম্ব ঘটে।

প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া নিজেও ইউক্রেনের ওপর ক্রমাগত ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা 'রোসাভিয়াৎসা'-র একজন মুখপাত্র জানান, গ্রিনিচ মান সময় ১৩:০০ থেকে ১৪:০০ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। টেলিগ্রামে সংস্থাটির মুখপাত্র আর্তেম করেনিয়াকো বলেন, "ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই বিধিনিষেধ আরোপ করা জরুরি ছিল।"

পরবর্তীতে তিনি আরও জানান, এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ভনুকোভো, দোমোদেদোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরগুলো আংশিকভাবে পুনরায় খুলে দেওয়া হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, রবিবার রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত ২৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে রাশিয়া এর আগেও একাধিকবার তাদের আকাশপথ বন্ধ করতে বাধ্য হয়েছে।

এদিকে, ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রবিবার ভোরে একটি যাত্রীবাহী গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং চার বছরের এক শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।

সূত্র : এনডিটিভি