এবারের বিপিএলে শুরু থেকেই তারকার অভাব ছিলো। স্থানীয়দের মধ্যে নেই সাকিব আল হাসান, বিদেশিদের মধ্যেও ছিলো না বড় নাম। অবশেষে কোয়ালিফায়ারে তারার মেলা বসেছে। প্রথম এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করবে রংপুর।
এই ম্যাচে রংপুরের একাদশে আছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিড। খুলনা টাইগার্স নিয়েছে ডেভ হোয়াটমোর ও জেসন হোল্ডারকে।
রংপুর রাইডার্স একাদশ: সৌম্য সরকার, জেমস ভিন্স, সাইফ হাসান, মেহেদী হাসান, নুরুল হাসান, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিভ জাভেদ, রকিবুল হাসান, নাহিদ রানা। ।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, মুসফিক হাসান, শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার।
মানবকণ্ঠ/আরআই
Comments