Image description

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে দেশের ক্রিকেটাঙ্গন যখন উত্তাল, তখন এই ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।

মাশরাফি লিখেছেন: "বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।"

পোস্টের শেষে তিনি একটি 'নিরাপদ ক্রীড়াঙ্গন' গড়ার আহ্বানও জানিয়েছেন, "বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এছাড়া নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও তিনি আঙুল তুলেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই জানিয়েছে যে, অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।