ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজ চলাকালে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
জাকার্তা সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানান, আহতদের মধ্যে কারো আঘাত সামান্য, আবার কেউ কেউ গুরুতর পোড়া-ক্ষতের শিকার হয়েছেন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণটি উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল কমপ্লেক্সের ভেতরের মসজিদে ঘটে। খবরটি সামা নিউজ সূত্রে জানা গেছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কম্পাস-টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, সবুজ রঙের মসজিদটি পুলিশ টেপ দিয়ে ঘিরে রেখেছে এবং বাইরে মুসল্লিদের জুতা রাখা আছে। তবে মসজিদের বাইরের অংশে বড় ধরনের কোনো ক্ষতি দেখা যায়নি। পুলিশ প্রধান বলেছেন, "আমরা ঘটনাস্থল তদন্ত, নিরাপত্তা বলয় তৈরি এবং পুরো এলাকা জীবাণুমুক্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।"
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যানতারাকে দেওয়া এক মন্তব্যে উপ-নিরাপত্তামন্ত্রী লোডেউইক ফ্রেডরিখ জানিয়েছেন, সেখানে দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের বরাত দিয়ে জানা যায়, কালো ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারী পুলিশ সদস্যরা স্কুল কমপ্লেক্সের লোহার গেট পাহারা দিচ্ছিলেন। বাইরে অ্যাম্বুলেন্স ও পুলিশের সাঁজোয়া যান মোতায়েন রাখা হয়েছিল।
বিস্ফোরণের ঘটনাটি নৌবাহিনী মালিকানাধীন একটি জমি সংলগ্ন এলাকায় ঘটেছে, যেখানে বহু সামরিক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসবাস। এই বিস্ফোরণ দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ায় এর আগে চার্চসহ পশ্চিমা স্থাপনার ওপর হামলার ঘটনা ঘটলেও মসজিদে নাশকতার ঘটনা অত্যন্ত বিরল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জঙ্গি তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।




Comments