Image description

বিপিএলের জমজমাট মৌসুম শুরুর আগেই ঢাকার শিবিরে তারকাদের মেলা জমে উঠছে। গতকাল তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়ানোর পর আজ আরও এক তারকার নাম যুক্ত হলো — জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান এবার খেলবেন শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসে।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাইফের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১৩ ম্যাচে ১১৯ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান। তবে এ বছর তার আসল রূপ দেখা গেছে দেশের হয়ে টি-টোয়েন্টিতে। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোট ফরম্যাটেই নিজের অবস্থান শক্ত করেছেন এই ডানহাতি ব্যাটার।

২০২৫ সালে টি-টোয়েন্টিতে দেশের হয়ে ১২ ইনিংসে ৩৪৪ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১৩১.৮০। এর মধ্যে ১৬২ রানই এসেছে শুধু ছক্কায়—২৭টি ছক্কা মেরে এ বছর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন তিনি। আশ্চর্যের বিষয়, তানজিদ তামিম (৩৮ ছক্কা) ও পারভেজ ইমনকে (২৯ ছক্কা) ছাড়িয়ে যেতে সাইফকে খেলতে হয়েছে তাদের চেয়ে প্রায় অর্ধেক ইনিংস কম।

ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র নিশ্চিত করেছে, সাইফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বিপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নিতে পারবে। তাসকিন ও সাইফকে নিয়ে সেই তালিকায় ঢাকার এখনো একটি সুযোগ বাকি।

আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার অংশ নেবে মোট পাঁচটি দল। নাম পরিবর্তন করা হয়েছে কয়েকটির—চট্টগ্রাম কিংস হয়েছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী হয়েছে রাজশাহী ওয়াসিয়র্স, আর সিলেট নাম বদলে খেলবে সিলেট টাইটান্স নামে।

নতুন মেয়াদে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের প্রক্রিয়াও ছিল ব্যাপক। প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ জানালেও যাচাই-বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠান পেয়েছে আগামী পাঁচ বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব।

ঢাকার দল এখন তারকায় ভরপুর। শাকিব খানের দলে তাসকিন-সাইফের সংযোজন শুধু শক্তি বাড়ায়নি, বরং রাজধানীর সমর্থকদের প্রত্যাশাও ছুঁই ছুঁই করছে—এবারের বিপিএল কি তবে ঢাকার ঘরেই উঠবে?