Image description

ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, ফিফা বিশ্বকাপের সেই সোনালি ট্রফিটি আবারও বাংলাদেশে আসছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ প্রতীক।

বিশ্ব সফরের অংশ হিসেবে বর্তমানে ট্রফিটি ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরবে অবস্থান করছে। সেখান থেকে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারত সফর শেষ করে তবেই এটি বাংলাদেশে পা রাখবে। এটি হবে বাংলাদেশে ফিফা বিশ্বকাপের মূল ট্রফির চতুর্থ সফর। এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালে ট্রফিটি এ দেশে এসেছিল।

আগামী ২০২৬ বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসব, যা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। এই বৈশ্বিক উন্মাদনার অংশ হিসেবে ট্রফিটি বিশ্বের ৩০টি দেশ ভ্রমণ করছে। প্রায় ১৫০ দিনের এই দীর্ঘ সফরে ট্রফিটি মোট ৭৫টি স্থানে নেওয়া হবে।

বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এই সোনালি ট্রফি সরাসরি দেখার ও ছবি তোলার বিশেষ সুযোগ করে দিয়েছে কোকা-কোলা। প্রতিষ্ঠানটি তাদের ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের মাধ্যমে দর্শকদের টিকিট জেতার সুযোগ দিচ্ছে। ভক্তরা ১ লিটারের কোকা-কোলা বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে এবং ক্যাপের নিচের কোড দিয়ে কুইজে অংশ নিয়ে এই ট্রফি দেখার টিকিট জিততে পারবেন। এই ক্যাম্পেইনটি আগামী ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ফিফার সঙ্গে কোকা-কোলার অংশীদারিত্ব রয়েছে এবং ২০ বছর ধরে তারা বিশ্বজুড়ে এই ট্রফি ট্যুর আয়োজন করে আসছে। এবার বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সামনে সেই ঐতিহাসিক ট্রফিটি খুব কাছ থেকে দেখার এক রোমাঞ্চকর সুযোগ নিয়ে আসছে ব্র্যান্ডটি।

মানবকণ্ঠ/আরআই