
হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় বিমানবন্দরের এয়ারফিল্ড আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে গণমাধ্যকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রাম বিমানবন্দরে ফিরে আসছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ২টি ফ্লাইট রয়েছে। সর্বমোট ৮টি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখনো পর্যন্ত ডাইভার্ট হয়ে অত্র বিমানবন্দরে অবতরণ করেছে।
এদিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে শনিবার বিকাল ৫টার দিকে নিশ্চিত করেছে বেবিচক।
এর আগে শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিরন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসে ৩৬টি ইউনিট।
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দেয় ২ প্লাটুন বিজিবিও।
Comments