ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানরত ৬টি ফ্লাইট এখনো ছেড়ে যায়নি। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থা চলে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনে রাত ৯টার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর মোট ৩৭টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রার একটি বিমান বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া এয়ার অ্যাস্ট্রার আরও ২টি, নভোএয়ারের ২টি ও ইউএস বাংলার ২টি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করলেও ঢাকার ক্লিয়ারেন্স না পাওয়ায় উড্ডয়ন করতে পারেনি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, রাত ৯টা পর্যন্ত এই সময় বাড়তে পারে। এ অবস্থায় ৬টি ফ্লাইটের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন। ঢাকার ক্লিয়ারেন্স না পেলে এখান থেকে বিমান ছেড়ে যাবে না বলে তিনি জানান।
Comments