Image description

অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বার্তায় জানানো হয়েছে যে, প্রতিটি ন্যাশনাল আইডি কার্ডের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম কার্ড রাখা যাবে। 

এর অতিরিক্ত সকল সিম কার্ড আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোববার দুপুরে এক মন্তব্যে জানান যে, জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে। 

তিনি বলেন, "একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এ জন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। সেটা সর্বোচ্চ সাতটি হতে পারে।"