Image description

জামালপুরের সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের (জিওপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দুস্থদের মধ্যে খিচুড়ি বিতরণ করেছে দলটি উপজেলা শাখার নেতারা। রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ধানাটা এলাকার তিন শতাধিক দুস্থ, ভ্যানচালক ও শ্রমজীবীদের হাতে এসব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ট্রাক প্রতীকের এমপি প্রার্থী আল-আমিন মিলু।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, সদস্য মঞ্জু মিয়া প্রমুখ।