সরিষাবাড়ীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের খিচুড়ি দিলো গণঅধিকার পরিষদ
জামালপুরের সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের (জিওপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খিচুড়ি বিতরণ করেছে দলটি উপজেলা শাখার নেতারা। রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ধানাটা এলাকার তিন শতাধিক দুস্থ, ভ্যানচালক ও শ্রমজীবীদের হাতে এসব তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ট্রাক প্রতীকের এমপি প্রার্থী আল-আমিন মিলু।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, সদস্য মঞ্জু মিয়া প্রমুখ।




Comments