Image description

সিলেটের ঐতিহ্যবাহী মিনিস্টার বাড়ি ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ সময় তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। 

এর আগে শুক্রবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষণা সহকারী মোহাম্মদ ওমর ফারুক সরেজমিন গিয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশনা দিলেও আমলে নেওয়া হয়নি।

ঐতিহ্যবাহী মিনিস্টার বাড়ির মালিক ছিলেন ব্রিটিশ ভারতের আসামের মন্ত্রী রাজনীতিক আবদুল হামিদ। তিনি ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের ব্যবস্থাপক সভার সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন। সেই সূত্রেই বাড়িটি ‘মিনিস্টার বাড়ি’ নামে পরিচিতি পায়। 

এই বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন তৎকালীন বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর আত্মজীবনী গ্রন্থে এই বাড়ির কথা উল্লেখ করেছেন। 

গত কয়েকদিন ধরে বাড়িটি না ভেঙে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংগঠন। পাশাপাশি ঐতিহ্যবাহী বাড়িটির বেদখল হওয়া জায়গা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। 

এ ব্যপারে জেলা প্রশাসনের মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান জানান, ‘আমি নিজে ওই বাড়িতে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষকরা দুই একদিনের মধ্যে আসবেন। তাঁরা এসে এটি দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’