Image description

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর পর বন্ধ থাকা অটোরিকশা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাচি স্মৃতি সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এ ঘোষণা দেন।

জাকসু ভিপি বলেন, আমরা কথা দিয়েছিলাম অটোরিকশা চালুর আগে রাচির নামে কিছু একটা করার জন্য। রাচির বন্ধুরাও দীর্ঘদিন ধরে এমন একটি দাবি করেছিলেন। কিন্তু নানা কারণে সেটি বাস্তবায়ন হয়নি। অবশেষে আজকে রাচির নামে একটা সড়কের নামকরণ করা হয়েছে জাকসু এবং প্রশাসনের উদ্যোগে। রাচির পরিবারের পক্ষ থেকে অটোরিকশা চালুর জন্য মত দেওয়া হয়েছে। কিন্তু আগে যেসব অব্যবস্থাপনা ছিল এগুলো দূর করে নিয়ন্ত্রিত উপায়ে যেন অটোরিকশা চালু করা হয় সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন। এর পাশাপাশি আগামী ২/৩ দিনের মধ্যে যেসব রাস্তাগুলো ভাঙা রয়েছে সেগুলোও মেরামত করা হবে। এখন পরবর্তী কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের অটোরিকশা চালুর দাবিটি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আফসানা করিম রাচির পরিবার। তাদের একমাত্র দাবি ছিলো ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী এভাবে প্রাণ না হারায়। সন্তানের অভিভাবক হিসেবে অসীম ধৈর্য ও মানবিকতার উদাহরণ রেখেছেন রাচির বাবা-মা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আফসানা করিম রাচির বাবা-মা, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান, জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, আফসানা করিম রাচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত হন। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সড়কটির নামকরণ করেছে।