পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হওয়ার প্রায় সাড়ে ৭ ঘণ্টা পরও মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি। মেট্রো রেলের ফার্মগেট স্টেশনে মেরামতের কাজ এখনও চলছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল।
এরআগে, বেলা ৩টার দিকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। ফলে এখনও শাহবাগ স্টেশন থেকে কারওয়ানবাজার হয়ে বিজয় সরণি স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে না।
উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিয়মিত যাত্রীরা। আর এর প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীর চাপ বাড়ছে গণপরিবহনগুলোতে। বেলা সাড়ে ১২টায় বন্ধ হয়ে যায় মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক মারা যান। তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, আজ রোববার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহতের পরিবারের কেউ কর্মক্ষম থাকলে মেট্রোরেলে তাঁকে চাকরি দেওয়া হবে।
উপদেষ্টা জানান, এরই মধ্যে এই ঘটনায় একটি ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।




Comments