Image description

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক বার্তায় উল্লেখ করা হয়েছে, "ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান'কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।"

বিভিন্ন ফেসবুক ফটোকার্ডে একটি ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে যে, "সারা বাংলাদেশে একইদিনে নির্বাচন না দিয়ে ৮ দিন ৮ বিভাগে নির্বাচন করার সুপারিশ করেছে সেনাপ্রধান।"

উল্লেখ্য, এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও গত ১৯ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।