অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি কিছুটা কমেছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চালের দাম মোটামুটি সহনীয়। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, যাতায়াত ও বাড়িভাড়া বেড়েছে।
বাজার পরিস্থিতি সন্তোষজনক আছে মন্তব্য করে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ইউরিয়া ও টিএসপি সার এবং সেদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার।
এ সময় গণমাধ্যমকর্মীদের তিনি আরও জানান, সরকার আগামী ৩০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে। এবার সরকারের সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল। প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।




Comments