চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পর্শে মো. এহসান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা গ্রামের শরীফ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
এহসান ওই এলাকার ব্যবসায়ী লোকমান হাকিমের ছেলে। তিনি বাবার সঙ্গে রাউজান ফকির হাটের নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করতেন। মাত্র তিন সপ্তাহ আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে সড়কের পাশে বিদ্যুতের তারের ওপর পড়া একটি বাঁশ কাটতে গিয়ে এহসান বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম জানান, বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার এলাকার এক যুবক নিহত হয়েছেন।




Comments