হালুয়াঘাটে তিন জুলাই শহীদ পরিবারের বিএনপিতে যোগদান
জুলাই গণঅভ্যুত্থান জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিহত হালুয়াঘাটের তিন শহীদ পরিবারের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এসময় তাঁরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর প্রতি সমর্থন জানান।
রবিবার দুপুরে হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ আবু কাউসার বিজয় (নিহত ৫ আগস্ট, গাজীপুর মাওনা) এর পিতা সাইদুল ফরাজী, শহীদ সেলিম আলী শেখ (নিহত ১৯ জুলাই, মিরপুর-১০) এর পিতা কলিম উদ্দিন শেখ, মা সখিনা খাতুন, স্ত্রী আসমা খাতুন, ছেলে শাওন, এবং শহীদ মনির হোসেন রাজু (নিহত ২০ জুলাই, গাজীপুর চৌরাস্তা) এর পিতা নিজাম উদ্দিন সহ জুলাই যোদ্ধা মেহেদী হাসান বিএনপির প্রাথমিক সদস্য ফরমে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নিহত রাজুর লাশ এখনও পাওয়া যায়নি বলে পরিবার জানায়।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, আমাদের সন্তানদের রক্ত বৃথা যাবে না। বিএনপির নেতৃত্বেই জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব। আমরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ফুল দিয়ে শহীদ পরিবারের সদস্যদের দলে স্বাগত জানান এবং বলেন, এই শহীদ পরিবারের সমর্থন আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার। তাঁদের রক্তের ঋণ আমি কখনও ভুলব না। জীবনভর জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করব।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন। বিএনপি সেই চেতনার ধারক। এখন কেউ কেউ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিকৃত করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। গণভোট বা নতুন সংবিধান ইস্যু তুলে নির্বাচন নস্যাৎ করার চেষ্টা হচ্ছে, যা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র।
তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার শহীদদের নামে সড়ক, স্মৃতিস্তম্ভ ও স্মৃতি রক্ষা কেন্দ্র নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আহবায়ক, বিএনপি হালুয়াঘাট পৌর শাখা।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ, আহবায়ক, বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা, এবং আসলাম মিয়া বাবুল, আহবায়ক, বিএনপি হালুয়াঘাট উপজেলা। সঞ্চালনায় করেন মো. আবু হাসনাত বদরুল কবীর, সদস্য সচিব, বিএনপি হালুয়াঘাট উপজেলা।
এছাড়া দিনব্যাপী সৈয়দ এমরান সালেহ প্রিন্স গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রামে গারো সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। গারো নেতৃবৃন্দ ও গ্রামবাসীও তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
বিকেলে তিনি সুমনিয়া পাড়া বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে বলেন, দুঃখ মোচন করে আলোকিত, উন্নত ও সমৃদ্ধ হালুয়াঘাট গড়তে ধানের শীষে ভোট দিন।




Comments