Image description

“মাসে মাসে কিস্তির টাকা শোধ করতে হয়। অনেক কষ্টে তিল তিল করে টিভি, ফ্রিজসহ সংসারের জিনিসপত্র কিনেছিলাম। সাত বছরের সাজানো সংসার এই আগুনে সব শেষ হয়ে গেল।”—কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের নিঃস্ব হওয়ার কথা জানাচ্ছিলেন কড়াইল বস্তির বাসিন্দা লাভলী বেগম।

মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লাভলী বেগমের মতো অসংখ্য নিম্ন আয়ের মানুষের স্বপ্ন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করলেও পানির তীব্র সংকটে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় চোখের সামনেই নিজেদের শেষ সম্বলটুকু পুড়তে দেখছেন অসহায় বাসিন্দারা।
পোশাকশ্রমিক লাকি আক্তারও একই পরিস্থিতির শিকার। তিনি বলেন, “শুনেছি আমার ঘর ও সব জিনিসপত্র পুড়ে গেছে। এখন আমি কোথায় যাব, কী করব কিছুই বুঝতে পারছি না।”

সরেজমিনে দেখা যায়, আগুনের হাত থেকে বাঁচতে এবং শেষ সম্বলটুকু রক্ষা করতে মানুষ দিগ্বিদিক ছুটছেন। যাদের ঘর এখনো পুড়েনি, তারা ঝুঁকি নিয়ে মালামাল সরানোর চেষ্টা করছেন। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ ও ফায়ার সার্ভিস সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছে।