Image description

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’-এর কেন্দ্রীয় কর্মসূচি ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহব্যাপী উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে বসা বিশাল প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

চোখ ধাঁধানো বৈচিত্র্য এক ছাদের নিচে

মেলায় রয়েছে খাঁটি দেশি গরু-মহিষ-ছাগল-ভেড়া-দুম্বার পাশাপাশি হরিয়ানা ক্রস, গ্রাহামা ক্রসের মতো উন্নত সংকর জাতের প্রাণী। এ ছাড়া নানা প্রজাতির পাখি, খরগোশ, কবুতর, কুকুর-বিড়াল, ঘোড়া, হাঁস-মুরগি— সবই একসঙ্গে দেখার সুযোগ।  

সবচেয়ে বেশি ভিড় জমেছে ২৫ লাখ টাকা মূল্যের একটি হরিয়ানা ক্রস গরুকে ঘিরে। ঢাকাইয়া ক্যাটল ফার্মের স্টলে এই গরুটি দেখতে দর্শকের ঢল নেমেছে। ফার্মের স্বত্বাধিকারী আজমাইন মাহাতাব জানান, তাদের স্টলে ৬৫ হাজার থেকে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে। প্রিন্স এগ্রোর স্টলে দেখা গেছে গ্রাহামা ক্রস জাতের গরু।

প্রযুক্তি ও বাণিজ্যিক স্টল

বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে এসেছে আধুনিক পোল্ট্রি পণ্য, দুধ প্রক্রিয়াজাত খাবার, পশু ওষুধ, ফিড, যন্ত্রপাতি ও সর্বাধুনিক প্রযুক্তি। নিরাপদ মাংস-দুধ-ডিম সরাসরি কেনার সুযোগও রয়েছে। মোট আটটি প্যাভিলিয়নে বিভক্ত মেলায় রয়েছে গরু-ছাগল-ভেড়া, সংকর জাতের ষাঁড়, খাঁটি দেশি গরু, পাখি, লাইভস্টক ও জেনেটিক্স, পশু স্বাস্থ্য, ফুডকোর্ট এবং পোল্ট্রি প্যাভিলিয়ন।

মোহাম্মদপুর থেকে আসা ফাইয়াদ আহমেদ বলেন, “দেশের উন্নত জাতের গরু-মহিষ থেকে শুরু করে কবুতর-খরগোশ-বিড়াল পর্যন্ত সব এক ছাদের নিচে— এমন সুযোগ আগে কখনো পাইনি।”

সারা দেশে একযোগে কর্মসূচি

শুধু ঢাকায় নয়, দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় একযোগে চলছে র‌্যালি, ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন সেবা, ভেটেরিনারি ক্যাম্প, স্কুল ফিডিং, চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগিতা, নারী ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।  

সপ্তাহজুড়ে থাকছে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান, নিরাপদ খাদ্য-পশুপালন-দুধ-মাংস-ডিম উৎপাদন, রোগ প্রতিরোধ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সেমিনার, ফুড ফেস্টিভাল ও পুরস্কার বিতরণী।
  
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান জানান, “এবারই প্রথম কেন্দ্রীয়, জেলা ও উপজেলা— তিন স্তরে একসঙ্গে এত বড় আয়োজন। দেশি জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক ও টেকসই করাই আমাদের মূল লক্ষ্য।”

দেশি-বিদেশি উন্নত জাতের প্রাণী ও সর্বাধুনিক প্রযুক্তি দেখতে আগামী তিন দিন আগারগাঁও মেলা মাঠে চলে আসুন!