Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত ৯টার দিকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন। এই মুহূর্তে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া তাকে বিদেশে স্থানান্তর করার কোনো সুযোগ নেই।

ডা. জাহিদ আরও বলেন, ‘যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাকে দেখবেন। তাদের পর্যবেক্ষণ এবং মেডিকেল বোর্ডের মতামতের ওপর ভিত্তি করেই তাকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি থাকলেও, রোগীর বর্তমান অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।’