আজ সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে এবং টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও (এনসিএস) একই মাত্রার তথ্য দিলেও ইউএসজিএস এখনো কোনো প্রতিবেদন দেয়নি।
গত ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছিল। অল্প দিনের ব্যবধানে আবারও একই এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এমতাবস্থায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করছেন তাঁরা।




Comments