শহীদদের আদর্শ ধারণ করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: নজরুল ইসলাম ভূঁইয়া
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে আশিয়ান মেডিক্যাল কলেজস্থ অস্থায়ী স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। বক্তব্যে তিনি বলেন, “আজ মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদকে। তাদের অমূল্য রক্তের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরও বলেন, শহীদদের ত্যাগ শুধু অতীতের গৌরব নয়, বরং বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের দিকনির্দেশনা। তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজয়ের এই দিনে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার শপথের কথা উল্লেখ করে নজরুল ইসলাম ভূঁইয়া শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন— আশিয়ান গ্রুপের পরিচালক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া, এএএ লজিস্টিক পয়সাবাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া, আশিয়ান এডুকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান, আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম, অনলাইন বিভাগের প্রধান ফরহাদ শিকদার, ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান আল বারু মুস্তাকিম নিবিড়, হাসপাতালের পরিচালক ডা. মো. আবুল ফজল, উপ-পরিচালক ডা. মো. নাজমুল হাসান, উপ-পরিচালক চৌধুরী মোহাম্মদ সাদ্দাম, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মো. মিল্টন হোসেনসহ আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট, আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল, আশিয়ান ফুড অ্যান্ড বেভারেজ, রোকেয়া বেগম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এএএ লজিস্টিক পয়সাবাজার ও দৈনিক মানবকণ্ঠের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়ায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ ছাড়া বিজয় দিবসের মানবিক অংশ হিসেবে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বিজয়ের আনন্দকে মানবিকতা ও সহমর্মিতার বন্ধনে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়।
আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় মানবসেবা ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।




Comments