নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবসের সূচনায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং পায়রা উড়িয়ে উদ্বোধনী কর্মসূচি সম্পন্ন হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুল ইসলাম এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীর মুক্তিযোদ্ধা সোনামিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক। পাশাপাশি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল, ওসি (তদন্ত) মোক্তার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেম জাগরুক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
রূপগঞ্জের এই উদযাপন মহান বিজয় দিবসের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।




Comments