৫ আগস্টের পর দেশে আবারও ধর্মের নামে বিভাজনের রাজনীতি ফিরে আসছে বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া মুক্তিযুদ্ধের নামে মুজিববাদ চাপিয়ে দিলে এনসিপি কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতীয় আধিপাত্য ও আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষার আহ্বানও জানিয়েছেন এনসিপি নেতারা। মঙ্গলবার বিকেলে শাহবাগে এনসিপির বিজয় র্যালি শেষে তারা এসব কথা বলেন।
বিজয় দিবসে আগ্রাসন বিরোধী যাত্রা, দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাংলামটর জড়ো হতে থাকে জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীরা। বিকেল চারটায় শুরু হওয়া র্যালিটিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শাহাবাগ, কাটাবন, পলাশী মোড়, শহীদ মিনার হয়ে শাহবাগে এসে শেষ হয়। এসময় এনসিপির মিছিলজুড়ে ছিল ওসমান হাদি হত্যাচেষ্টার প্রতিবাদ।
শাহবাগে র্যালি শেষে এনসিপি নেতারা বলেন, ভারতীয় আধিপাত্য ও আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লব সংগঠিত হয়েছিল। আমরা মনে করি, ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪, যেই ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াইয়ের উত্তরসূরি আমরা। সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সার্বভৌমত্ব পাইনি। মুক্তিযুদ্ধের নামে মুজিববাদ চাপিয়ে দিলে আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করব।’
এসময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় বলে ইতিহাস বিকৃতি করেছে। এ ব্যাপারে সরকারেকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।




Comments