আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW) বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার-এর ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখেছে এবং ওসমান হাদির মৃত্যুকে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি এই বিবৃতি লন্ডন থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে হত্যার পর দুটি সংবাদপত্র অফিসে হামলা চালায় সাধারণ জনতা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক তীব্র সংগ্রামে লিপ্ত।
এতে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এবং আরও অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়েছে।
বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের যুব নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা। গত আগস্টে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে যে গণপিটুনি শুরু হয়েছে তা প্রতিরোধে বাংলাদেশ কর্তৃপক্ষের এখন জরুরি পদক্ষেপ নেয়া উচিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে হামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর এক উদ্বেগজনক আক্রমণ। সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু রাজনৈতিক দলের সহিংসতার প্ররোচনা পরিবেশের জন্য ক্ষতিকর ভূমিকা পালন করছে।




Comments