Image description

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরীক্ষা-নিরীক্ষা চলছে জানিয়ে তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পেলে বুকে ব্যথার প্রকৃত কারণ জানা যাবে।