Image description

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়! মুম্বাই পুলিশের দায়ের করা চার্জশিটে প্রকাশ পেয়েছে যে, অভিনেতার ফ্ল্যাট থেকে সংগৃহীত আঙুলের ছাপের নমুনা অভিযুক্ত শরিফুল ইসলামের নমুনার সঙ্গে মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ২০টি নমুনা সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল, এর মধ্যে ১৯টি নমুনা অভিযুক্তের নমুনার সঙ্গে মেলেনি।

পুলিশের চার্জশিটে উল্লেখিত বিবরণ অনুসারে, কালো বাথরুমের দরজা, বেডরুমের স্লাইডিং দরজা এবং আলমারির দরজায় পাওয়া আঙুলের ছাপ শরিফুলের সঙ্গে মেলেনি। একমাত্র যে নমুনার মিল পাওয়া গেছে, সেই আঙুলের ছাপটি বিল্ডিংয়ের অষ্টম তলা থেকে উদ্ধার করা।

মুম্বাই পুলিশ সূত্রের ভাষ্য, আঙুলের ছাপে মিল পাওয়ার সম্ভাবনা থাকে হাজারের মধ্যে একটি! যেহেতু বেশ ক’জনই জিনিসপত্র ব্যবহার এবং স্পর্শ করে, তাই প্রমাণ হিসেবে আঙুলের ছাপ মেলানোই শেষ কথা নয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মুম্বাই পুলিশের দাখিল করা ১০০০ পৃষ্ঠার চার্জশিটে অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে বেশকিছু প্রমাণ রয়েছে বলে জানা গেছে।

ওই চার্জশিটে মুখমণ্ডল শনাক্তকরণ পরীক্ষার ফলাফল, আঙুলের ছাপের রিপোর্ট, শনাক্তকরণ মহড়া প্রতিবেদন এবং ফরেনসিক ল্যাবে প্রাপ্ত ফলাফল অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, এই মামলায় অভিযুক্ত শরিফুলের জামিন আবেদনের বিরোধিতা করেছে মুম্বাই পুলিশ। আদালতকে জানিয়েছে যে, অভিনেতার মেরুদণ্ডের কাছে আটকে থাকা ছুরির টুকরো এবং ঘটনাস্থলে পাওয়া ছুরির টুকরোটি অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে মিলে গেছে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে সাইফের মুম্বাইয়ের ফ্ল্যাটে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। এ ঘটনায় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ, যাঁর বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে।