প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর আজমেরী হক বাঁধন একা জীবন গড়েছেন। এই সংসার থেকে তাঁর এক কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর প্রেম ও বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও পরে আর কোনো বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি।
তবে জীবনে ভালোবাসার খোঁজে বাঁধন মাঝেমধ্যেই প্রেমের সম্পর্কেও জড়িয়েছেন। বছর চারেক দীর্ঘ একটি সম্পর্ক শেষ হয়ে যায় গেল বছরের শুরুতে। সেই সময় বাঁধন নিজেই জানিয়েছেন, তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন।
প্রেমের সম্পর্কে ভাঙন এবং জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।
সেই সময়ের কথা মনে করে বাঁধন বললেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ-সব মিলিয়ে অন্য রকম একটা জীবন। আমার আবার ওভার ইটিং ডিজঅর্ডার আছে। যখন খাই, প্রচুর খাই। এই প্রচুর খাওয়ার কারণে ওজন বেড়ে যায়। ’
তবে বাঁধন এও জানালেন, জীবনের পথে নানা বাধা এসেছে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে তাঁর মা-বাবার সঙ্গে কন্যাসন্তানকে নিয়ে থাকেন। পরিবারের সদস্যরা বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। এর ফলে বাঁধন মানসিকভাবে অনেকটা স্বস্তি পেয়েছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনটা খুব সুন্দরভাবে কাটছে।
নতুন ভালোবাসার রঙও ফিরে এসেছে বাঁধনের জীবনে। তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন এবং খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন। নিজের অনুভূতির কথা তুলে ধরে বাঁধন বললেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছি। কাজ, জীবন, এবং আমার সন্তান-সব মিলিয়ে সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবা, ভাইদের সঙ্গে সম্পর্কও খুব সুন্দর।’
তিনি আরও যোগ করলেন, ‘আমি মাত্র প্রেমে পড়েছি। এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। প্রেম সুন্দর এবং আমি চাই এই সম্পর্ককে সংরক্ষণ করতে। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’




Comments