Image description

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। রোববার বিকেলে দৌলতপুরে বিএল কলেজ সংলগ্ন রেললাইন অবরোধ করে তারা।

অবরোধের কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে, অ্যাডমিট কার্ডের ফটোকপি পুড়িয়ে এবং পিএসসির চেয়ারম্যানের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায়।

এ সময় বিসিএসপ্রত্যাশীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রেলপথ অবরোধের ফলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর স্টেশনে আটকা পড়ে।