Image description

প্রিয়াংকা ঘোষ একজন উদ্যোক্তা। সৃজনশীল কাজের মাধ্যমে তার কর্মপরিসর প্রসারিত করে চলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি জানিয়েছেন নারী উদ্যোক্তাকে সফল হতে কীভাবে সরকার ভূমিকা রাখতে পারে আরও অভিমত দিয়েছেন নারী নিরাপত্তা নিশ্চিতে করণীয় সম্পর্কে।

নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে সরকার ভূমিকা পালন করতে পারে। তাছাড়া সামাজিকভাবে উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে পারে। আর এর সূচনা হতে পারে সমাজের ক্ষুদ্র একক পরিবার থেকে।

নারী নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও তা দ্রুততম সময়ে কার্যকর করার মাধ্যমে নারী নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। 

লেখক: উদ্যোক্তা