Image description

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুরের রাজপথ। মিছিলে স্লোগানে এই জামায়াত নেতার মুক্তির দাবি করেন রংপুরের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। অন্যথায় সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি)  দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও রংপুরের সন্তান এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুর মহানগর ও জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটিএম আজহারুল ইসলামকে নির্বাহী আদেশে মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের প্রতি আহ্বান জানাই। অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।