
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ কখনো আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেনি।
তিনি বলেন, এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নে আমি বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র যখন করতে পারছে না বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বিভিন্ন স্থানে যখন আওয়ামী লীগ মিছিল করেছে যুবদল, ছাত্রদল বাধা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনো দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে।
বিএনপি নেত্রী আরও বলেন, দেখুন, গত ১৭ বছর জেল-জুলুম, অত্যাচার, গুম, আয়নাঘরে রাখা, পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নখ তুলে ফেলা এটা বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে। বিএনপি যেহেতু বৃহৎ দল, সংখ্যার দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা যতটা সাফার করেছে অন্য কোনো রাজনৈতিক দল ততটা সাফার করেনি। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে বা বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করার আগ্রহী হবে সেরকম অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়।
Comments