
পুলিশের বিশেষ অভিযানে ঢাকার ধামরাইয়ে কালামপুর বাসস্ট্যান্ডে আরাফাত হোটেলের সামনে থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ক্লামপুর বাসস্ট্যান্ডে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩০ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন- হুমায়ুন কবীর (৫৫) ও আকতার হোসেন ( ৪২)। তাদের দু'জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। তারা দুইজনই দির্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। বিভিন্ন থানায় তাদের নামে মামলা রয়েছে। আওলাদ নামে এক লোকের কাছে ৩০ কেজি গাঁজা বিক্রি করা জন্য নিয়ে এসেছে হুমায়ুন ও আকতার। ভারত হয়ে ব্রাম্মণবাড়িয়া হয়ে ধামরাই এসেছে বলে জানা যায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ডে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় সাথে থাকা আরেক মাদক কারবারি পুলিশের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের নামে একটি মাদক মামলা হয়েছে। ৩০ কেজি গাঁজা ও একটি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে আসামী দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Comments