Image description

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তাবের ওপর বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ইসিকে অনুরোধ জানানো হয়েছে, যা ইতিহাসে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত কোনো কর্মকর্তা যেন ভোটের দায়িত্বে না থাকেন, সে বিষয়ে কমিশনকে সতর্ক করা হয়েছে। 

গত ১৫ বছরে প্রশাসনের দলীয়করণের কারণে বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থাকতে ইসিকে বলা হয়েছে।