জাতীয় নির্বাচনের দিন ছাড়া বিএনপি কোনোভাবেই গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জুলাই সনদ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি।
ঐকমত্য হওয়া কয়েকটি দফায় ঐকমত্য কমিশন অগোচরে পরিবর্তন এনেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, কমিশনের সুপারিশ জবরদস্তিভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।



Comments