Image description

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে জেলের বড়শীতে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি প্রতিকেজি ৯ শত ৪০ টাকা ধরে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কালমেঘা এলাকায় জেলের বড়শীতে পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। 

পাঙ্গাশ মাছটি বরগুনা শহরের খাবার হোটেল মালিক মজিবর রহমান ক্রয় করেন। তিনি বলেন, পায়রা ও বিষখালী নদীর জেলেরা তাদের ধরা বড় আকারের মাছ আমার কাছে বিক্রি করেন। আজকের খুব সকালে ধরা পড়া বিশাল সাইজের এই নদীর পাঙ্গাশ মাছটিও আমার কাছে নিয়ে আসলে ৯শত ৪০ টাকা কেজি দরে মাছটি কিনে নেই। আমার হোটেলে প্রায় সময়ই বড় সাইজের পাঙ্গাশ বিক্রি হয় বলে অনেকেই আমার হোটেলে দূর দুরন্ত থেকে খাবার খেত আসে।

বরগুনা জেলা মৎস কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘বছরের প্রায় সময়ই বরগুনার প্রধান তিনটি নদী বিষখালী, বলেশ্বর, বুড়িশ্বর (পায়রা) নদীতে পাঙ্গাশ ধরা পড়ে। তিনি জানান এই সময়ে নদীতে বড় আকারের পাঙ্গাশ ধরা পড়ে।’

তিনি জানান, গত ২২ দিন সরকারের দেয়া নিষেধাজ্ঞার সময় নদীতে সব রকমের মাছ ধরা নিষিদ্ধ থাকে। ফলে তখন চলাচলে বাধা না পাওয়ায় পাঙ্গাশ মাছেরা প্রচুর পরিমাণে ছোট মাছ খেতে এ সব নদীতে বিচরণ করে থাকে। এই সময়ে নদীতে পোনা জাতের মাছের পরিমাণও বেশি থাকে। পাঙ্গাশ মাছের স্বভাব হলো যেখানে খাবার বেশি থাকে সেখান থেকে স্থানান্তরিত হয়।