Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তারা হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে নেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বিএনপি মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

এর আগে, এদিন বাদ জুমা নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, গত দুই দিন ধরে বিএনপি চেয়ারপারসন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের দলের পক্ষ থেকে ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে দোয়া চেয়েছি। দেশের প্রতিটি মসজিদে আজ দোয়া হচ্ছে।’’

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই কামনাই করছি।’’