Image description

চট্টগ্রামের মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষায় দলীয় জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সম্প্রতি তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গত ২০ নভেম্বর মীরসরাই থানায় ধারণ করা। এতে দেখা যায়, সাইফুর রহমান ওসিকে উদ্দেশ্য করে এলাকায় ডাকাতি রোধে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

কথপোকথনে সাইফুর রহমানকে বলতে শোনা যায়, ‘‘মীরসরাইতে ডাকাতি বাড়ছে। আমরা যদি দু-একটা ডাকাত ধরে শাস্তি দিতে পারতাম, তবে মানুষ বুঝত অ্যাকশন হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির-জামায়াতের লোক দেব। যদি মনে করেন গোয়েন্দার লোক লাগবে, ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব।’’

ভিডিওতে ওসি আতিকুর রহমানকে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে দেখা যায়। তিনি বলেন, ‘‘অন্তত ১৫টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কী রেজাল্ট আসে। আপনার প্রস্তাবে আমি খুবই আনন্দিত।’’ ওসি আরও বলেন, ‘‘পাড়ায়-মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। আমি সরাসরি যুক্ত থাকব, তাদের তদারকি করব এবং সেফটি দেব।’’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাইফুর রহমান দাবি করেছেন, তার বক্তব্য কাটছাঁট করে স্বার্থান্বেষী মহল প্রচার করছে। তিনি বলেন, ‘‘যারা কথার বিকৃতি করে ছড়াচ্ছে, তারা ডাকাতদের সহযোগী।’’ তিনি এ ঘটনায় মামলা করার কথাও জানান। এ বিষয়ে ওসি আতিকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ভিডিওর বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে। পুলিশের সঙ্গে এমন আচরণ বা এ ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।