Image description

কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং আকস্মিক শারীরিক অবস্থার অবনতি—এই দ্বিমুখী সংকটে পিছিয়ে গেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে, সবকিছু অনুকূলে থাকলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারেন।

শুক্রবার সকালে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, “বৃহস্পতিবার থেকেই ম্যাডামের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সেও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তাই যাত্রার তারিখ পরিবর্তন করতে হয়েছে। এখন এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে এবং মেডিকেল বোর্ড ভ্রমণের অনুমতি দিলেই রবিবার তাকে লন্ডন নেওয়া হবে।”

এর আগে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে তা স্থগিত করা হয়। বিমানটি এখন শনিবার ঢাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান, যেখানে বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, তিনিও খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে লন্ডনে ফিরবেন।

লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, যার মধ্যে রয়েছেন—ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তারেক রহমানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান এবং দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার তার সঙ্গে যাবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসএসএফ-এর দুই সদস্যও।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বহুবিধ রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।