Image description

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিএনপির ২৭২টি আসনে প্রার্থী ঘোষণার ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ১২ দলীয় জোটে। বিএনপির এমন একতরফা সিদ্ধান্তে জোটের নেতারা ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই অসন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে জোট নেতারা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ও সরকার গঠন নিয়ে শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার যে ‘দৃঢ় প্রতিশ্রুতি’ দিয়েছিলেন, এই প্রার্থী ঘোষণার মাধ্যমে তার স্পষ্ট বরখেলাপ হয়েছে। শরিকদের পাশ কাটিয়ে এভাবে প্রার্থী তালিকা প্রকাশ করায় জোটের অন্দরে ফাটল ধরার উপক্রম হয়েছে।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, উদ্ভূত পরিস্থিতিতে জোটের পরবর্তী করণীয় ও অবস্থান স্পষ্ট করতে আগামী সোমবার (৮ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের স্থান ও সময় গণমাধ্যমকে জানানো হবে।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন—কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম প্রমুখ।