ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকেই আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার সিলেট সফরের পরিকল্পনা রয়েছে।
সফরকালে তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।
উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে এবং বগুড়া তার নির্বাচনী এলাকা। তিনি তিন দিনের জন্য সিলেট ও বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলো সফর করতে পারেন বলে দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।




Comments