Image description

মুন্সিগঞ্জে বালু ব্যবসার পূর্ব বিরোধের জেরে চার বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার( ২৯ নভেম্বর) দুপু্রে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে তাদের কোপানো হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতরা হলেন, রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুন (৩৫)।  আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত মো. রাকিবুল জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তাঁর বাবা বিএনপির কর্মী মনির হোসেন নয়াগাঁও মধ্যপাড়া গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে বালুর ব্যবসা করে আসছেন। সেখানে বালু সরবরাহের জন্য ধলেশ্বরীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন। এ নিয়ে তাঁর বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের টকি মাদবরের ছেলে মানিক মাদবর ও ঈমানের বিরোধ দেখা দেয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে মানিক ও ঈমান ভাড়াটে লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন রাকিবুল। তিনি বলেন, এ সময় প্রথমে তার চাচা হুমায়ুনকে ধারালো রামদা, কিরিচ ও ছোরা দিয়ে কোপাতে শুরু করে। এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপায়।


মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, রক্তাক্ত জখম অবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও স্থানীয়রা। এদের মধ্যে গুরুতর তিন জনকে ঢামেকে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/এসআর