Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিক্সে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মোঃ মাহিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে চারটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিক কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন কক্সবাজার জেলার মহেশখালী থানার কালাগাজী পাড়ার মীর কাসেমের ছেলে। সে উক্ত ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, কেডিএস লজিস্টিক্সের ভিতরে একটি ট্রাক পিছনের দিকে হেঁটে যাওয়া ওই শ্রমিককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, কেডিএস ডিপোতে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।