Image description

জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’— এই শ্লোগানকে ধারণ করে একতারবন্ধন ফাউন্ডেশনে উদ্যোগে  লক্ষ্মীপুরের রায়পুরে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে সচেতনতামূলক মাদকবিরোধী র‌্যালি” অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার সকাল ১১টায় রায়পুর শহরের ওসমান চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে আলিয়া মাদ্রাসা ও হাজী আলী আব্বাস রোড (হল রোড) প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

‎র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও একতারবন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, জুলাই মঞ্চের সাধারণ সম্পাদক রায়ান হোসেন, একতারবন্ধন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ করতে হলে শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।”

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। পুলিশ মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এটি সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশী ।