পাইকগাছায় হাত-পা বাঁধা অবস্থায় শিবসা নদীর চর থেকে যুবক উদ্ধার
খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল (৩৫) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৬ টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীর চর এলাকায় তাকে দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে গুরুতর অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উদ্ধারকৃত রিপন মাখাল পৌর সদরের খ্রিস্টান পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তাকে নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীর চরে ফেলে রাখা হয়েছিল।
উদ্ধারকারী স্থানীয় জেলে সরজিত জানান, আমরা সকালে জাল ফেলতে গিয়ে দেখি একজন মানুষ কাদার মধ্যে পড়ে আছে। কাছে যেতেই দেখি তার হাত-পা বাঁধা, নিঃশ্বাস চলছে খুব কষ্টে। তখনই লোকজন ডেকে তাকে তুলে হাসপাতালে পাঠাই।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




Comments