ময়মনসিংহ হালুয়াঘাটে ঐতিহাসিক যুদ্ধ দিবস পালিত। গভীর শ্রদ্ধা ও মর্যাদায় ময়মনসিংহের হালুয়াঘাটে উদযাপিত হলো ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে ভূবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামের তেলিখালী শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হালুয়াঘাট শাখার আহ্বায়ক আলীনূর খান (ইউএনও)।
সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের তেলিখালীর এই বিজয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ইতিহাস পাঠ, শহীদ পরিবারের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতার বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন স্বদেশ। তেলিখালী যুদ্ধ দিবস সেই বীরত্ব ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক।’
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩রা নভেম্বর হালুয়াঘাটের তেলিখালী ক্যাম্প পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করে। এ যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা নিহত হন, শহীদ হন ২১ জন মিত্রবাহিনী জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।




Comments