নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭) ও নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২)।
প্রত্যক্ষদর্শী কবিরহাট উপজেলার বাসিন্দা মো. রুবেল বলেন, মাইজদী শহর থেকে বসুরহাটগামী যাত্রীবাহী অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে কবিরহাট উপজেলার ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৬ জন নিহত হন।
                



               
Comments