গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা।
জানা গেছে, এই আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার থেকেই গৌরীপুরে লাগাতার বিক্ষোভ মিছিল চলছে।
বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাইদা মাসরুর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "১৭ বছর যাবত আমার স্বামী আন্দোলন-সংগ্রাম করেছেন, জেল-জুলুম খেটেছেন। বাড়িঘরে ঘুমাতে পারেননি, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। দলীয়ভাবে মনোনয়নের ৫টি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, তার সবগুলো সে পূরণ করেছে। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সে কোন ক্রাইটেরিয়া পূরণ করেছে তা বিএনপির কাছে জানতে চাই।"
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবীর, সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহীদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।
বিক্ষোভ মিছিলে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নারী ও পুরুষ সমর্থক অংশ নেন, যা মনোনয়ন নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষের ইঙ্গিত বহন করে।




Comments