গৌরীপুরে নারী সমাবেশে হামলার বিচার ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমানসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কালীখলাস্থ কৃষ্ণচূড়া চত্বরে এলাকায় এই মানববন্ধন পালিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, আমরা হিরণ ভাই সহ সকল বহিষ্কৃত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করছি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে করা মামলার রায় হবে। আমরা আজকের এই কর্মসূচি খেকে ওই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপির সদস্য মঞ্জরুল হক মঞ্জু বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি একটি স্পেশাল টিম করে আপনি গৌরীপুরের ঘটনা তদন্ত করবেন। তদন্তে যদি আমাদের অপরাধ থাকে তাহলে আপনি যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নেবো। আর না হয় যারা এই ঘটনায় সম্পৃক্ত আছে তাদেরকে শাস্তি দেন। আমাদের হিরণ ভাইসহ সকলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মনোনয়ন আমাদেরকে দেন। আমরা এই আসন আপনাকে উপহার দেবো
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর আমাদের নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয় এখান থেকে ১ কিলোমিটার দূরে। ওই সমাবেশের শেষ পর্যায়ে নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের আহত করা হয়। ঘটনার পর আমাদের নেতা-কর্মীরা যখন আহত মা-বোনদের চিকিৎসা সেবা নিয়ে ব্যস্ত ও গৌরীপুর বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সংবাদ সম্মেলনের প্রস্ততি নিচ্ছেন ঠিক তখন আমরা ভর পাই হিরণ ভাই সহ ৫জনকে বহিষ্কার করা হয়েছে। যা অবিচার হয়েছে বলে আমরা মনে করি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, মাহমুদুল ওয়াহাব মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শহীদুল্লাহ, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, সহনাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।




Comments